Chess Competition : ব্লাডসান ক্লাবে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২৩ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। দ্বিতীয় বর্ষ উন্মুক্ত প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ২৩ এপ্রিল। উজান অভয়নগরের ব্লাডসান ক্লাবে হবে আসর। রাজ্য দাবা সংস্থার সহযোগিতায়। আসরের সেরা দাবাড়ু পাবেন ৫ হাজার টাকা এবং ট্রফি। আসরের প্রথম ১০ স্থানাধিকারী দাবাড়ুকে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

এছাড়া থাকছে বয়স ভিত্তিক বিভাগেও পুরস্কার। এন্ট্রি ফি ৫০০ টাকা। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২২ এপ্রিল রাত ৮ টার মধ্যে এন্ট্রি জমা দিতে হবে। রাজ্য দাবা সংস্থার অফিস বাড়ি বা উদ্যোক্তা ক্লাবে নাম জমা দেওয়া যেতে পারে। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। ‌