নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক টার্ম -২ এর পরীক্ষা৷ রাজ্যের বিভিন্ন সুকলগুলিতে আজ থেকে এ পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে৷ দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১.৪৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা৷ সর্বমোট ৫০ নম্বরের প্রশ্ণপত্র রয়েছে৷
এদিন পরীক্ষা থেকে প্রায় এক ঘন্টা আগেই বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে৷ একপ্রকার উৎসুক মেজাজেই ছাত্র-ছাত্রীদের এদিন পরীক্ষা কেন্দ্রমুখী হতে দেখা গেছে৷ আগামী ৬ই মে পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে দুই ভাগে ভাগ করেছিলেন৷ সে অনুযায়ী টার্ম -১ পরীক্ষার পর এবার অনুষ্ঠিত হচ্ছে টার্ম -২ পরীক্ষা৷ এদিকে মাধ্যমিক পরীক্ষাকে দু’ভাগে ভাগ করে দেওয়ায় ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন৷