নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): ভারতে ১৮৬.৩৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৬ লক্ষ ৮৯ হাজার ৭২৪ জন প্রাপক। ফলে ভারতে ১৮৬.৩৮-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৬,৩৮,৩১,৭২৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
ভারতে কোভিড টেস্ট ফের অনেকটাই কমে গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ এপ্রিল সারা দিনে ভারতে ৩,০০,৯১৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩,১৪,৭৮,২৮৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৩,০০,৯১৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন।