পটনা, ১৬ এপ্রিল (হি.স.) : বিহারের মুজাফফরপুরের বোচাহান আসনের উপনির্বাচনের চমক আরজেডির। এই কেন্দ্রে লিড বাড়াচ্ছে লালু-তেজস্বীর আরজেডি। প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী বেবী কুমারী এগিয়ে ছিলেন। কিন্তু তারপর থেকে তিনি পিছিয়ে পড়তে শুরু করেন। ১৫ রাউন্ড গণনার পর। আরজেডির অমর পাসওয়ান ৩৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। দুই নম্বরে বিজেপি প্রার্থী এবং তিন নম্বরে ভিআইপি প্রার্থী গীতা কুমারী।
শনিবার সকাল ৮টা থেকে বোচাহান উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, ১৬ রাউন্ড গণনার পর বোচাহান কেন্দ্রে প্রথম স্থানে রয়েছেন আরজেডির অমর পাসওয়ান। তিনি ৫৩ হাজার ৪০৫টি ভোট পেয়েছেন। বিজেপির বেবী কুমারী পেয়েছেন ৩০৫৪১টি ভোট। মুকেশ সাহনির দল ভিআইপির প্রার্থী গীতা কুমারী ১৬৯৯৮টি ভোট পেয়েছেন। ২০২০ সালের বোচাহান কেন্দ্র জয়লাভ করেছিলেন ভিআইপি মুসাফির পাসওয়ান। তাঁর মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

