চন্ডীগড়, ১৬ এপ্রিল (হি.স.): যেমন কথা, তেমনই কাজ করে দেখাল ভগবন্ত মানের পঞ্জাব সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে পঞ্জাবের প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে। শনিবার এই বড় ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, “১ জুলাই থেকে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবে পঞ্জাবের প্রতিটি পরিবার, দু’মাসের জন্য তা ৬০০ ইউনিট। আগে বিসি, বিপিএল ও স্বাধীনতা সংগ্রামীদের হাউসহোল্ড মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেত, তা বাড়িয়ে ৩০০ ইউনিট করা হয়েছে।”
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও জানিয়েছেন, “২ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের লোড রয়েছে এমন পরিবারের ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরানো বিদ্যুৎ বিলের বকেয়া মকুব করা হচ্ছে।” তিনি আরও বলেছেন, “গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু সেগুলির কোনও সত্যতা নেই। চাষের জন্য কৃষকদের ভর্তুকিযুক্ত বিদ্যুত সরবরাহ চলতে থাকবে।” উল্লেখ্য, দিল্লিতে প্রতিটি বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেয় অরবিন্দ কেজরিওয়াল সরকার। এবার পঞ্জাবে আরও বেশি পরিমাণে বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা করল কেজরিওয়ালের দল। পঞ্জাবে নির্বাচনী ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাই। অবশেষে কথা রাখলেন ভগবন্ত মান।
পঞ্জাবের বিদ্যুৎ মন্ত্রী হরভজন সিং জানিয়েছেন, “নির্বাচনের সময় বিনামূল্যে ৩০০ ইউনিটের আশ্বাস দিয়েছিলাম আমরা। সেই ঘোষণাই করা হয়েছে। ১ জুলাই থেকে তা কার্যকর হবে, আমাদের কিছু জিনিস দেখতে হবে তাই সময় লাগবে।”