Cricket : শান্তির বাজারে আগামীকাল থেকে সিনিয়র লিগ চ্যালেঞ্জার ট্রফি 

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৪ এপ্রিল।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। ক্রীড়া সূচিও ঘোষিত। এখন শুধু বাংলা নতুন বছরে বল-ব্যাট নিয়ে মাঠে নামার অপেক্ষায়। বিস্তারিত খবর, শান্তির বাজার সাব-ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে পুরুষ বিভাগের সিনিয়র লীগ চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। শান্তিরবাজার মহকুমাধীন মোট আটটি দল এতে অংশ নিচ্ছে।‌ উদ্বোধনী ম্যাচে জগন্নাথ পাড়া প্লে সেন্টার এন্ড ইয়ুথ সোসাইটি এবং ব্রু যুয়াইন মোথা পরস্পরের মুখোমুখি হচ্ছে।

এছাড়া, অংশগ্রহণকারী ছ’টি দল হলো – কুসার ঘাট তরুণ সংঘ, রেক্স ক্লাব, চুঙ্গ কাউ থাঙ্গা,  তুইকর্মা যুব ক্লাব, কসমোপলিটন ক্লাব এবং অংকুর ইউনিট। টুর্নামেন্ট হবে বাইখোরা দ্বাদশ শ্রেণি স্কুলের প্লে গ্রাউন্ডে। ৫০ ওভারের ডে ম্যাচ। লীগ পর্যায়ের খেলা শেষ হবে ৩০ মে-তে। সেরা চারটি দল সুপার লিগে প্রবেশ করবে। পরবর্তী সময়ে ২ থেকে ৯ জুন সুপার লিগের খেলা হবে। সুপার লিগ থেকে সেরা দুটি দলকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে ১২ জুন।

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনুমোদিত এই শান্তিরবাজার সাব-ডিভিশনাল ক্রিকেট এসোসিয়েশন, তাই মূলতঃ টিসিএ তথা বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী প্রতিটি খেলা-ই হবে। তবে অনিবার্য কারণে অবশ্যই ক্রীড়া সূচি র পরিবর্তন হতে পারে বলে শান্তিরবাজার সাব-ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অমরেশ মজুমদার ক্রীড়া সূচি ঘোষণার মধ্য দিয়ে এ বিষয়টিও উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *