ত্রিপুরায় মহাবীর জয়ন্তী পালিত

আগরতলা, ১৪ এপ্রিল(হি. স.): সারা দেশের সাথে আগরতলায় অনুষ্ঠিত হয়েছে মহাবীর জন্ম জয়ন্তী। এদিন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের উদ্যোগে ভগবান মহাবীরের ২৬২১ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

জৈন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি উৎসব মহাবীর জয়ন্তী। মূলত, ভগবান মহাবীরের জন্ম তিথি মহাবীর জয়ন্তী নামে পরিচিত। আজকের দিনটি জৈন ধর্মাবলম্বীর ধর্মপ্রাণ মানুষেরা  সারা বিশ্বে আধ্যাত্মিক উদ্দীপনা এবং উৎসবের চেতনায় পালন করেন। ভক্তদের দাতব্য কাজ, স্তবণ পাঠ, রথে মহাবীরের শোভাযাত্রা এবং জৈন মুনি ও সাধ্বীদের আধ্যাত্মিক বক্তৃতা এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে।

এছাড়াও ভগবান মহাবীরের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা এই সময় ভজন পাঠ করেন। শোভাযাত্রার ঠিক আগে,মহাবীরের মূর্তিকে ‘অভিষেক’ ও করানো হয়ে থাকে। আগরতলায় জৈন ধর্মের মানুষেরা দিনটিকে মহাবীরের বিভিন্ন নীতি কথার মাধ্যমে স্মরণ করেছেন।

এদিন আগরতলা মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের এক কর্মকর্তা বলেন, ভগবান মহাবীরের মূলমন্ত্রই হলো – “নিজে বাঁচো এবং বাঁচতে দাও”। এই নীতি অবলম্বন করে তারা সমাজের জন্য কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *