আগরতলা, ১৩ এপ্রিল : করোনাকালীন সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন শপের মাধ্যমে ভোক্তাদের বিনামূল্যে ৫ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সাহায্য পাবেন ভোক্তারা।
আজ ডুকলি বাজারের রেশন দোকানগুলি পরিদর্শন করেন সদর জেলা আরবান ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী।
এদিন সদর জেলা আরবান ওবিসি মোর্চার পক্ষ থেকে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যে সকল ভোক্তারা এই যোজনার মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেন নেতৃত্বরা। প্রধানমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকৃত ভোক্তারা।