ফাইজার ও মডার্নার চেয়ে ভাল ভারতীয় কোভিড ভ্যাকসিনগুলি : আদর পুনাওয়ালা

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : ভারতে তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনগুলি ফাইজার এবং মডার্নার চেয়ে ভাল এবং করোনভাইরাস সংক্রমণের বিরুদ্ধে আরও বেশি সুরক্ষা প্রদান করেছে বলে বুধবার দাবি করলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)-র চিফ এক্সজিকিউটিভ অফিসার(সিইও) আদর পুনাওয়ালা। এদিন তিনি বলেছেন, “ভারতে তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনগুলি ফাইজার এবং মডার্নার চেয়ে করোনভাইরাস সংক্রমণের বিরুদ্ধে আরও সুরক্ষা প্রদান করছে।”

ভারতে ফাইজার এবং মডার্নার মতো ভ্যাকসিন চালু হয়নি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে লোকেরা দ্বিতীয় এবং তৃতীয় বুস্টার ডোজ নিয়েছে এবং এখনও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে ভারতে আমাদের ভ্যাকসিনগুলি ভাল সুরক্ষা দিয়েছে। কোভিশিল্ড কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানি সম্পর্কে তিনি আরও বলেন, ভারত এখনও পর্যন্ত ৮০ টিরও বেশি দেশে এটি রফতানি করেছে।