আগরতলা, ১৩ এপ্রিল : বুধবার ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে ছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য ৭ টি সাইকেল এবং এলাকার ময়লা সংগ্রহের জন্য একটি ডাস্টবিন প্রদান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার ও মন্ডল প্রেসিডেন্ট তাপস দেব।
এদিন মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সরকার বরাবরই মানুষের জন্য কাজ করছেন। সমাজের সকল অংশের মানুষের বিকাশে নিয়োজিত বিজেপি সরকার। এলাকার কিছু ছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বিদ্যালয়ে যাওয়ার জন্য দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হয়। সেজন্যই তাদের সাহায্যে এগিয়ে এসে তাদের শিক্ষা জীবনের পথকে মসৃণ করতে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার সাতজন ছাত্রীর মধ্যে এদিন সাইকেল গুলি বিতরণ করা হয়।
2022-04-13