কেপটাউন, ১২ এপ্রিল (হি.স.): অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হল পূর্ব দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রদেশে সমুদ্র তীরবর্তি শহর কাজুলা নাটালে বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান সুস্পষ্টভাবে এখনও পর্যন্ত জানা যায়নি।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডারবান শহর। অসংখ্য ভূমিধসের ঘটনা ঘটেছে, জলের তলায় বহু গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুত বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। জলের স্রোতে ভেসে গিয়েছে অসংখ্য ঘর-বাড়ি। মঙ্গলবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের,. আহতের সংখ্যা প্রচুর। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেদেশের সেনা উদ্ধারকাজ চালাচ্ছে।

