মালিগাঁও, ১২ এপ্রিল : আজ মালিগাঁওস্থিত রং ভবনে অনুষ্ঠিত হয় ৬৭তম জোনাল রেলওয়ে সপ্তাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশন ও মুখ্য কার্যালয়ের বিভিন্ন বিভাগের কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অনশুল গুপ্তা। বিগত বছরে উৎকৃষ্টমানের কর্মদক্ষতার জন্য সবমিলিয়ে ৯৬টি পৃথক পুরস্কার, ১৯টি দলীয় পুরস্কার, ৩৪টি দক্ষতামূলক শিল্ড বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের ০৮ জন ব্যক্তি পেয়েছেন ‘ন্যাশনাল রেলওয়ে অ্যাওয়ার্ড’, ২০২১-এর রোল অব অনার।
২০২১-২২ বর্ষে নিজেদের কর্মদক্ষতার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ সংস্থা সব মিলিয়ে ৬৬টি পৃথক পুরস্কার, ১৪টি দলীয় পুরস্কার ও ০৫টি দক্ষতামূলক শিল্ড লাভ করেছে।
কর্তব্যের প্রতি রেলকর্মীদের দক্ষতা ও আত্ম নিবেদনের প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যেই রেলওয়ে সপ্তাহ পুরস্কার বিতরণ চালু করা হয়েছে। নিজের ভাষণে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অনশুল গুপ্তা বলেন যে কর্মী ও আধিকারিকদের আত্ম-নিবেদিত ও সমন্বয়স্থাপক দলীয় কার্যাবলীর মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতার সামগ্রিক বৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। আত্ম-নিবেদিত কর্মীদের প্রচেষ্টার জন্যই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রথমবারের জন্য ৬০০০ কোটি টাকার রাজস্ব উপার্জন অতিক্রম করেছে। ৪০ মিলিয়ন পণ্য লোডিং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক হয়েছে। জেনারেল ম্যানেজার আরও বলেন যে বিশ্বমানের সুযোগ-সুবিধাযুক্ত আগরতলা-নিউ দিল্লি তেজস এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে উদ্বোধন করা হয়েছে। এছাড়াও, লক্ষ্য অনুযায়ী রেলওয়ে বৈদ্যুতিকরণের কাজও সম্পূর্ণ হয়েছে। ইয়ার্ড দুর্ঘটনা এড়াতে শান্টিং মেলা নামের কমিউনিটি ভিত্তিক লার্নিং প্রোগ্রামের ধারণার দ্বারা ট্রেন পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নাহরলাগুন, মুর্কংসেলেক, ইম্ফল ইত্যাদির মতো দূরবর্তী স্টেশনগুলিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানেরও পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলগুলিতে রেল সংযোগ স্থাপনের জন্য কর্মচারীদের দ্বারা কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি।
২০২১-২২ বর্ষের জন্য নিউ তিনসুকিয়া ও রঙিয়া জংশন স্টেশন লাভ করেছে বেস্ট কেপ্ট স্টেশন শিল্ড। লামডিং ডিভিশনাল রেলওয়ে চিকিৎসালয় লাভ করেছে বেস্ট কেপ্ট হসপিটাল পুরস্কার। নিউ বঙাইগাঁও ওয়ার্কশপ লাভ করেছে বেস্ট কেপ্ট ওয়ার্কশপ শিল্ড এবং আলিপুরদুয়ার ডিভিশনের অফিসার্স রেলওয়ে কলোনি লাভ করেছে বেস্ট কেপ্ট রেলওয়ে কলোনি শিল্ড।
আলিপুরদুয়ার ডিভিশন পার্সোনাল ও স্টোর বিভাগের জন্য এবং লামডিং ডিভিশন মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি বিভাগের জন্য ও রঙিয়া ডিভিশন ইলেকট্রিক্যাল বিভাগের জন্য শিল্ড লাভ করেছে। তিনসুকিয়া ডিভিশন সেফটি বিভাগের জন্য এবং কাটিহার ও রঙিয়া ডিভিশন যুগ্মভাবে অ্যাকাউন্টস বিভাগের জন্য লাভ করেছে দক্ষতামূলক শিল্ড। কাটিহার ও লামডিং ডিভিশন যুগ্মভাবে কমার্শিয়াল বিভাগের জন্য এবং তিনসুকিয়া ও লামডিং ডিভিশন অপারেটিং বিভাগের জন্য শিল্ড লাভ করেছে। সিগনাল ও টেলিকম বিভাগের জন্য কাটিহার ও লামডিং ডিভিশন যুগ্মভাবে শিল্ড লাভ করে।
বিগত অর্থ বর্ষের অল-রাউন্ড দক্ষতার জন্য সামগ্রিক দক্ষতার শিল্ড লাভ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনে। এগুলির পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য বিভিন্ন বিভাগ ও ওয়ার্কশপ দক্ষতামূলক শিল্ড লাভ করে। রাজভাষা, রেলওয়ে ইউনিয়ন/অ্যাসোসিয়েশন ও ক্রীড়া ইত্যাদি সম্পর্কিত কার্যকলাপে জড়িত রেলওয়ে কর্মীরাও বিগত বর্ষে নিজেদের চমৎকার কর্মদক্ষতার জন্য সম্মানীত হন।

