BRAKING NEWS

Attack : নিউইয়র্কের মেট্রো স্টেশনে বন্দুকবাজের হামলা, গুলিতে জখম একাধিক যাত্রী

নিউইয়র্ক, ১২ এপ্রিল (হি. স.) : নিউইয়র্কের মেট্রো স্টেশনে বন্দুবাজের এলোপাথাড়ি গুলিতে জখম একাধিক যাত্রী। জানা গিয়েছে, ব্রুকলিন শহরের একটি মেট্রো সাবওয়েতে আচমকাই গুলি চলতে থাকে। একইসঙ্গে সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে অগ্নিকাণ্ডেরও খবর মিলেছে। সেখানেই এই গুলি চলার ঘটনা ঘটেছে বলে খবর। একাধিক ব্যক্তির হতাহতের আশঙ্কা।

নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ এই গুলি চলার ঘটনা ঘটেছে। হামলাকারীর পরিচয় এখনও পাওয়া না গেলেও গ্যাস মাস্ক পরে হামলা চালায় আততায়ী। স্মোক বম্ব ছুড়ে সে পালিয়ে গিয়েছে বলে খবর। মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। গুরুতর আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জখমের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নিউ ইয়র্ক জুড়ে। ইতিমধ্যেই স্থানীয় ব্রুকলিন প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ব্রুকলিনের ২টি রাস্তা ব্যবহার বন্ধ রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *