আমবাসা, ১১ এপ্রিল : সোমবার ভোরের ঝড়-বৃষ্টিতে ধলাই জেলার আমবাসা সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু পরিবারের ঘরবাড়ি ভূপতিত হয়েছে। বিদ্যুৎ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়কের ওপর গাছ ভেঙ্গে পরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই কালবৈশাখী পুরোদমে হাজির হয়েছে। কালবৈশাখীর ঝড় রাজ্যের বিভিন্ন স্থানে বইতে শুরু করেছে। কালবৈশাখীর ঝড়ে প্রতিবছরই রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবছরও তা থেকে বাদ যাচ্ছেনা রাজ্য। সোমবার ভোররাতে ধলাই জেলার আমবাসা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টি হয়েছে। কালবৈশাখীর ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধলাই জেলার আমবাসার কয়েকটি স্থানে।
ধলাই জেলা সূত্রে জানা গেছে, কালবৈশাখীর ঝড়ে কয়েকটি পরিবারের ঘর নষ্ট হয়ে গেছে। এছাড়া বেশ কিছু সংখ্যক বাড়িঘর অল্পবিস্তর কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখীর ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের ফলে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ধলাই জেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বহু জায়গায় বিদ্যুতের তারের উপর গাছের ডাল ভেঙ্গে পড়েছে। বিদ্যুতের খুঁটি বাঁকা হয়ে গেছে।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বিদ্যুৎ নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছেন। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলেছে। সন্ধ্যার আগেই বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে। যেসব জায়গায় বিদ্যুৎ পরিষেবা এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি সেই সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মীরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও বিদ্যুৎ নিগম সূত্রের খবর।