জ্যোতিবা ফুলের জন্ম জয়ন্তী পালিত 

আগরতলা, ১১ এপ্রিল : সোমবার যথাযোগ্য মর্যাদা সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের ১৯৫ তম জন্ম জয়ন্তী পালন করল ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি। এদিন ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস সহ অন্যান্য নেতাকর্মীরা।

আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে দিনটি পালন করা হয়েছে। এ-বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপশিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস জ্যোতিবা ফুলের জীবনী তুলে ধরেন। তিনি বলেন, সমাজ সংস্কারে জ্যোতিবা ফুলের অবদান অনস্বীকার্য। দলিত এবং নিচু জাতি হিসেবে তৎকালীন সময়ে একাধিকবার নিপীড়ণের শিকার হতে হয়েছে তাঁকে। নারীদের শিক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রয়েছে তাঁর, বলেন টুটন দাস।

টুটন বাবুর কথায়, ১৮৪৮ সালে প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেন জ্যোতিবা ফুলে। অথচ, পূর্বতন বাম সরকারের আমলে জ্যোতিবা ফুলের মতো বিশেষ ব্যক্তিত্বদের যোগ্য মর্যাদাটুকু দেওয়া হয়নি। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সমাজের এই মহান মনীষীদের অবদান স্মরণ করছে। তিনি বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় বুথ স্তরে আজ জ্যোতিবা ফুলের জন্মজয়ন্তী পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *