আগরতলা, ১১ এপ্রিল : আগরতলা পুর নিগমের মনোনীত পাঁচজন সদস্য সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মনোনীত সদস্যরা হলেন ডক্টর মনোজ কান্তি দেব, তপন লোধ, রঞ্জিত বণিক, নিশিকান্ত সিনহা এবং অদিতি ভট্টাচার্য। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সদরের মহকুমা শাসক অসীম সাহা মনোনীত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুরনিগমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডা: শৈলেশ কুমার যাদব প্রমূখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, পুর নিগমের ৫১ জন নির্বাচিত সদস্য রয়েছেন এছাড়া ৫জন মনোনীত সদস্য নেওয়া হয়েছে। পুর নিগমের যে কোনো কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য মনোনীত কাউন্সিলরদের মতামত গ্রহণ করেই বর্তমান পুর পরিষদ কাজ করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। আজ যে ৫ জন মনোনীত সদস্য শপথ বাক্য পাঠ করেছেন তারাও পৌরনিগমের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের কাজে মতামত দেবেন বলে তিনি জানিয়েছেন। তাদের মতামত এবং পরামর্শকে মর্যাদা দিয়েই আগরতলা পুর নিগমের কাজ কর্ম পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।
তিনি বলেন, বর্তমান পুর নিগম প্রশাসনের মূল লক্ষ্যই হচ্ছে আগরতলা শহরকে আরো সুন্দর করে তোলা। আগরতলা শহরের সৌন্দর্যায়নের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রকৃতপক্ষে আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পুর প্রশাসন আপ্রাণ প্রচেষ্টা জারি রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
আগরতলা পুর এলাকার উন্নয়নে নির্বাচিত কাউন্সিলরদের পাশাপাশি অন্যান্য সকল শুভবুদ্ধি সম্পন্ন জনগণের পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পুরনিগমের নব-নিযুক্ত ৫ জন মনোনীত সদস্যকে শপথ গ্রহণ করানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

