কলকাতা, ১০ এপ্রিল (হি. স. ): ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে জ্বালানি গ্যাসের দাম । তাই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজপথে নামল আম আদমি পার্টি ।
হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম । আর তারই প্রতিবাদে এদিন কলকাতার ইলিয়ট পার্ক থেকে রাজভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় । উল্লেখ্য, কিছুদিন আগেই পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিলও করে তারা । বিরোধীরা জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে কলকাতার রাজপথে নামছে আম আদমি পার্টি । অরবিন্দ কেজরিওয়ালের দল দিল্লির ও পাঞ্জাবে জেতার পর বাংলায় সংগঠন বাড়ানোর কর্মসূচি নিয়েছে।