নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বর্তমান সরকার মানুষের মনে আশা জাগ্রত করতে সক্ষম হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার সদর মহকুমা শাসক কার্যালয়ে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে সদর মহকুমা শাসক অফিসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও সচেতনতা মূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকে মানুষের মনে আশা জাগ্রত করার জন্য কাজ করে চলেছে৷ ইতিমধ্যেই মানুষের মনে আশার আলো জাগ্রত করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন৷
তিনি বিগত বামফ্রন্ট সরকারের আমলের কাজকর্মের তীব্র সমালোচনা করতে গিয়ে বলেন বাম আমলে মানুষ স্বাধীনভাবে চিন্তাধারার প্রয়োগ করতে পারত না৷ বর্তমান সরকার বাম আমলে চিন্তাধারাকে দূরে সরিয়ে মানুষ যাতে স্বাধীনভাবে চিন্তার প্রকাশ ঘটাতে পারেন তার সুযোগ তৈরি করেছে৷ মুখ্যমন্ত্রী বলেন আমরা সমাজের জন্য ,মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করছি৷ এধরনের প্রয়াস নিয়ে ত্রিপুরাকে উন্নয়নের শীর্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ সে কারণেই ত্রিপুরাকে এখন দেশের এবং বিদেশের মানুষ চেনেন৷
মুখ্য মন্ত্রী আরো বলেন আমরা বাম আমলের মতো উন্নয়ন নিয়ে রাজনীতি করতে চাই না৷ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচীগুলি সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে চলেছে৷ এক্ষেত্রে রাজনীতির কোন রং বিচার করা হয় না বলেও তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন৷ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলো কে সঠিকভাবে বাস্তবায়িত করার ক্ষেত্রে জেলা ,মহকুমা প্রশাসক, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা যেভাবে দায়িত্ব পালন করে চলেছেন সেজন্য তাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করতে পারে৷ কিন্তু সেগুলি বাস্তবায়নের দায়িত্ব সরকারি দপ্তরের আধিকারিক ও অন্যান্য কর্মীদের ওপর অর্পিত রয়েছে৷ সরকারের কর্মসূচীগুলি বাস্তবায়নের জন্য তাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন৷ রক্তদান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্ত দানের মতো মহৎ কাজ সমাজে আর কিছুই হতে পারে না৷ জীবনে যে কোনদিন রক্তদান করে নি সে রক্ত দানের মাহাত্ম্য এবং তৃপ্তি বুঝতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন৷ ছাত্র যুব সমাজ সহ সমাজের সকল সচেতন নাগরিকদের রক্ত দানের মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সদরের এসডিএম সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা৷