মুম্বই, ১০ এপ্রিল (হি. স.) : ক্যানসার মুক্ত বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা কোচ জয়শ্রী সরকার । ২০২০ সালের নভেম্বর মাসে মারণ রোগ ক্যা নসারে আক্রান্ত হয়েছিলেন সিএবির বর্তমান অবজারভার জয়শ্রী।
জয়শ্রী বলেছেন, ‘‘আমি কোনও কিছুকে ভয় পাইনি। সবাইকে বলেছিলাম একটা ম্যাচ খেলতে যাচ্ছি। এই ম্যাচটা জিতেই ফিরব। ম্যাচ জিতেই ফিরেছি। তবে সবাই আমার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। সিএবি-র কাছে কৃতজ্ঞ। সৌমী (মজুমদার) আমার ছাত্রী (ক্রিকেটার) সব থেকে বেশি আমাকে সাহায্য করেছে।’’ সম্প্রতি জয়শ্রী মাঠে ফিরেছেন। এখন তিনি পালন করছেন সিএবি-র অবজার্ভারের ভূমিকা। দাপিয়ে করছেন কোচিংও।
২০০৭-’০৮ সালে বাংলা মহিলা ক্রিকেট দলে খেলেছিলেন জয়শ্রী। খেলা ছাড়ার পর থেকে কোচ ও অবজার্ভারের ভূমিকা পালন করেন। হঠাৎ আক্রান্ত হন মারণ রোগ ক্যারনসারে। ২০২০ সালের ডিসেম্বরে মুখে অস্ত্রোপচার হওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করেছেন তিনি। কেমো থেরাপি, রাইস টিউবে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বাধা। তবে সব কাটিয়ে আপাতত তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন।