টরন্টো, ৯ এপ্রিল (হি.স.): কানাডার টরোন্টো শহরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। মৃত ওই ছাত্রের নাম কার্তিক বাসুদেব (২১)। তিনি টরোন্টোর সেনেকা কলেজে ম্যানেজমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছিলেন। কার্তিকের বাড়ি উত্তর প্রদেশের গাজিয়াবাদে। গত বৃহস্পতিবার কানাডার টরোন্টোর শেরবর্ন সাবওয়ে স্টেশনের প্রবেশ পথেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কার্তিকের।
টরোন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন স্থানীয় সময় বিকাল পাঁচটা নাগাদ কার্তিককে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালানো হয়। এরপর গুলিবিদ্ধ বাসুদেবকে একজন অফ-ডিউটি প্যারামেডিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাসুদেবের মৃত্যু হয়। কানাডায় ভারতীয় ছাত্রের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী টুইট করে জানিয়েছেন, টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের দুর্ভাগ্যজনক মৃত্যুতে ব্যথিত।