নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির আনন্দ পর্বত শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে। আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন মোট ৯ জন। তাঁদের মধ্যে ৬ জন দমকল কর্মী ও একজন পুলিশ কর্মী। সকলেই সুস্থ আছেন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকালে দিল্লির আনন্দ পর্বত শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১২টি ইঞ্জিন। দমকল কর্মীরা যখন আগুন নেভাচ্ছিলেন সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ৬ জন দমকল কর্মী ও একজন পুলিশ কর্মী-সহ মোট ৯ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বি এল কাপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে, এদিন ভোরেই দিল্লির আজাদ মার্কেট এলাকায়ও আগুন লাগে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ৫ জন সামান্য আহত হয়েছেন। দমকল জানিয়েছে, আগুন নেভানোর সময় সিলিন্ডার ফেটে ৫ জন সামান্য আহত হয়েছেন। সকলেই নিরাপদ ও স্থিতিশীল রয়েছেন।