তেল আবিবে বন্দুকধারীর গুলিতে দু’জনের মৃত্যু, সুরক্ষা বাহিনী নিকেশ করল জঙ্গিকে

তেল আবিব, ৮ এপ্রিল (হি.স.): ইজরায়েলের উপকূলবর্তী শহর তেল আবিবে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন দু’জন। এছাড়াও কমপক্ষে ৮ জন জখম হয়েছেন। বার এবং রেস্তোরাঁয় পরিপূর্ণ জনপ্রিয় নাইটস্পট ডিজেনগফ স্ট্রিটে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। গুলি চালানোর ঘটনায় ওই বন্দুকধারীকে গুলি করে নিকেশ করেছে ইজরায়েলের সুরক্ষা বাহিনী। সুরক্ষা বাহিনী জানিয়েছেন, “তেল আবিবে সশস্ত্র হামলা চালানো জঙ্গিকে খুঁজে পাওয়া গিয়েছে এবং নিকেশ করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি সন্ত্রাসী হামলা। ইউএস সিকিউরিটি অফ স্টেট্ অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তেল আবিবে সন্ত্রাসী হামলার দিকে আমরা নজর রাখছি।

গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী হামাস এবং ইসলামিক জিহাদ তেল আবিবের হামলাকে স্বাগত জানিয়েছে। বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শোনা মাত্রই ছোটাছুটি শুরু হয়ে যায়। জরুরি সার্ভিসের পক্ষ থেকে ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, দু’জন নিহত হয়েছেন এবং ৪ জন গুরুতর জখম হয়েছেন। মুখপাত্র জাকি হেলার বলেন, “মোট ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দুজন মারা গিয়েছে, ৪ জন গুরুতর জখম হয়েছে।” তেল আবিবের ইচিলভ হাসপাতাল নিশ্চিত করেছে যে দু’জন নিহত এবং “কয়েকজন গুরুতর জখম” হয়েছে। হাসপাতালের পরিচালক রনি গামজু বলেন, “জখমদের বেশিরভাগই বক্ষস্থলের অংশে, পেটে এবং কিছু মুখে বিভিন্ন ধরনের আঘাতে গুরুতর জখম হয়েছে।”