Protest : পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিক্ষোভ আমরা বাঙালির

আগরতলা, ৭ এপ্রিল : পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাস এবং ওষুধের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিবনগর আমরা বাঙালি দলের কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার। 


এদিন আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ দিনের তেরোবার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির যথেষ্ট আশঙ্কা থাকে বলে তিনি উল্লেখ করেন। 


প্রসঙ্গক্রমে তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটলে যানবাহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক। ভাড়া বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধি পাবে। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের আয়ের ক্ষমতা বৃদ্ধি করার কোন ধরনের পরিকল্পনা গ্রহণ না করে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ অন্যান্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে চলেছে তাতে দেশের সাধারণ মানুষ বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। 


তিনি বলেন, সরকার একদিকে নিজেদেরকে জনদরদি সরকার হিসেবে দাবি করে চলেছে এবং সবকা সাথ সবকা বিকাশ সরকার বলে আখ্যায়িত করছে। অন্যদিকে এসব জিনিস পত্রের মূল্য বৃদ্ধি করে চরম সর্বনাশ ডেকে আনছে। সরকার দেশের জনগণের প্রতি দ্বিচারিতা করছে বলেও আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল গুরুতর অভিযোগ এনেছেন। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।