উত্তরকাশী, ৭ এপ্রিল (হি.স.) : উত্তরাখণ্ডের চার ধামগুলির মধ্যে প্রথম যমুনোত্রীর দরজা আগামী ৩ মে দুপুর সোয়া ১২ টায় গ্রীষ্মের জন্য খুলবে। ওই দিন সকালে মা যমুনার মূর্তিকে দোলযাত্রা সহ খরসালি থেকে যমুনোত্রী ধামে নিয়ে যাওয়া হবে। যমুনা জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার যমুনোত্রী ধামের দরজা খোলার সময় নির্ধারণ করা হয়েছে।
শ্রী পঞ্চ মন্দির কমিটি এদিন যমুনা জয়ন্তী উপলক্ষে যমুনাত্রী ধামের দরজা খোলার ঘোষণা করেছে। মন্দির কমিটির সেক্রেটারি সুরেশ ইউনিয়াল জানান, মা যমুনার দরজা ৩ মে দুপুর মঙ্গলবার, সোয়া ১২ টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। তিনি জানান, ৩ মে সকাল সাড়ে ৮টায় কর্নালি গ্রাম থেকে শনি মহারাজের দোলাসহ মা যমুনার ডলি যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা হবে। এর পরে, কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, অভিজিৎ মুহুর্তা, অমৃতবেলা অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে ঠিক সোয়া ১২ টায় দরজাগুলি খোলা হবে।