নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রের এক বছরের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। পিটিশনে বলা হয়েছে, মিশ্রকে আরও মেয়াদ না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন।
একটি অধ্যাদেশের মাধ্যমে কেন্দ্র ইডি এবং সিবিআই ডিরেক্টরদের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্ট ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রকে একবছর বাড়ানোকে চ্যালেঞ্জ করে আবেদনটি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট বলে, মেয়াদ বাড়ানোর অধিকার সরকারের আছে, তবে এটি শুধুমাত্র খুব জরুরি ক্ষেত্রে করা উচিত। আগে আদালত বলেছে, মেয়াদ সীমিত সময়ের জন্য হওয়া উচিত। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে বেঞ্চ বলেছে যে ইডি ডিরেক্টরকে আর কোনও এক্সটেনশন দেওয়া উচিত নয়। অর্থাৎ নভেম্বরে সঞ্জয় মিশ্রের মেয়াদ শেষ হওয়ার পর আর কোনো মেয়াদ বাড়ানো হবে না।