BRAKING NEWS

Covid-19 : মুম্বইতে কোভিড-১৯-র প্রথম ‘এক্স ই’ ভ্যারিয়েন্ট শনাক্ত

মুম্বই, ৬ এপ্রিল (হি.স.) : এবার ভারতে হদিশ মিলল করোনার অতি সংক্রামক ‘এক্স ই’ ভ্যারিয়েন্টের। মুম্বইয়ের এক মহিলা করোনার এই অতি সংক্রামক স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন বলে বুধবার বৃহন্মুম্বই পুরসভা সূত্রে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা মুম্বইয়ের বাসিন্দা নন। তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে এসেছেন। তবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এখনও দেশে প্রথম ‘এক্স ই’ -র সনাক্তকরণের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

সূত্র অনুসারে, ভারতীয় সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম বিএমসির ‘এক্স ই’ পজিটিভ ঘোষণা করা রোগীর জিনোমিক বিশ্লেষণ করা শুরু করেছে। কোভিড জিনোম সিকোয়েন্সিংয়ের অধীনে একাদশতম পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। প্রায় ২৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে ২২৮ টি ওমিক্রন ভেরিয়েন্ট ইতিবাচক ছিল। একটি নমুনা কোভিড-১৯-র ‘এক্স ই’ ভেরিয়েন্টের জন্য ইতিবাচক পরীক্ষা করেছে। “মুম্বইয়ের ২৩০ জন রোগীর কোভিড ভাইরাসের নমুনা একাদশতম পরীক্ষার ফল নিরীক্ষণ করা হয়েছে এবং এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ২২৮ বা ৯৯.১৩ শতাংশ ওমিক্রনের রোগী পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ‘এক্স ই নামক নতুন মিউট্যান্টটি এখন পর্যন্ত রিপোর্ট করা কোভিড-১৯-র যে কোনও স্ট্রেইনের চেয়ে বেশি সংক্রমণযোগ্য হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *