নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): দূরদর্শী চিন্তাভাবনায় বিজেপিকে বিশাল বটবৃক্ষে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তৃতা করেন নাড্ডা। ভিডিও কনফারিন্সিংয়ের মাধ্যমে নাড্ডা এদিন বলেছেন, “বিজেপিকে গৌরবময় করার জন্য তিন-চার প্রজন্ম নিজেদের সঁপে দিয়েছে। দলের ৪২ তম প্রতিষ্ঠা দিবসে আমি সকলকে স্মরণ করছি।”
নাড্ডা এদিন বলেছেন, “বিজেপির উন্নয়ন যাত্রায় নিজের জীবন উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত কর্মীদের পক্ষ থেকে আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রার্থনা করছি, ঈশ্বরের কৃপায় আমাদের কোটি কোটি কর্মীরা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে চলার শক্তি পান। যাতে আমরা সমাজে যে পরিবর্তন আনছি, দেশকে শক্তিশালী করার দিকে নিয়ে যাচ্ছি, তাতে আমরা শক্তি পাই এবং আমরা তা সঠিকভাবে পূরণ করতে পারি।” নাড্ডা বলেছেন, নিজের দূরদর্শী চিন্তাভাবনায় বিজেপিকে বিশাল বটবৃক্ষে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন দলের জাতীয় পতাকা উত্তোলন করেন নাড্ডা। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তিনি।