মান্ডি, ৬ এপ্রিল (হি.স.): দিল্লি ও পঞ্জাবের পর এবার আম আদমি পার্টি (আপ)-র নজর হিমাচল প্রদেশের দিকে। বুধবার হিমাচল প্রদেশের মান্ডি জেলায় বিরাট রোড-শো করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রোড-শো থেকে কেজরিওয়াল জানালেন, “প্রথমে দিল্লি এবং তারপর পঞ্জাবে দুর্নীতি নির্মূল করেছি, এবার সময় এসেছে হিমাচল প্রদেশ থেকে দুর্নীতি নির্মূল করার।” কেজরিওয়াল বলেছেন, “আমাদের দলকে একবার সুযোগ দিন, আমরা দেখিয়ে দেব উন্নয়নের মানে কী?”
মান্ডিতে রোড-শো’র মাধ্যমে শুরু হয়ে গেল আপ-এর ‘মিশন হিমাচল’। বুধবারের এই রোড-শো’তে আম আদমি পার্টির হাজার হাজার সমর্থকরা অংশ নেন। আগামী ৯ এপ্রিল শিমলায় রোড-শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগে বুধবার শক্তি প্রদর্শন করল আম আদমি পার্টি। আপ-কে ভোট দেওয়ার জন্যও অনুরোধ করেছেন কেজরিওয়াল ও ভগবন্ত মান।