পাতিয়ালা(পঞ্জাব), ৬ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার রাতে পঞ্জাবের পাতিয়ালায় একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি সংঘর্ষে কাবাডি খেলোয়াড় ধর্মেন্দর সিংকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণে সিংকে গুলি করা হয়েছে বলে অভিযোগ।
পাতিয়ালার পুলিশ সুপার হরপাল সিং জানিয়েছেন, “আমরা এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছি এবং অভিযুক্তকে খুঁজছি। মৃত এবং অভিযুক্ত দুজনেই পাতিয়ালা জেলার দৌন কালান গ্রামের বাসিন্দা ৷”
নিহত ধর্মেন্দর সিংয়ের ভাই বলেন, আমার দাদা একজন কাবাডি খেলোয়াড় ছিলেন এবং কাবাডি ম্যাচের আয়োজনও করতেন। এর আগে এবছরের ১৪ মার্চ জলন্ধরে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়াকে গুলি করে হত্যা করা হয়েছিল।