কাবুল, ৬ এপ্রিল (হি.স.): গ্রেনেড ফেটে বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের পুল-ই-খিস্তি মসজিদ। বুধবার দুপুরে কাবুলের পুল-ই-খিস্তি মসজিদে প্রার্থনা করার সময় গ্রেনেড ছোড়ে আততায়ীরা। গ্রেনেড ফেটে মোট ৬ জন আহত হয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা জানা যায়নি। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।
তালিবানের ক্ষমতায় থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার গ্রেনেড হামলা চালানো হয়েছে। সুরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার দুপুরে কাবুল শহরের পুল-ই-খিস্তি মসজিদে প্রার্থনা করার সময় হ্যান্ড গ্রেনেড ছোড়ে আততায়ীরা। গ্রেনেড ফেটে মোট ৬ জন আহত হয়েছেন, সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুল পুলিশের কমান্ডার জানিয়েছেন, হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।