শ্রীনগর, ৬ এপ্রিল (হি.স.): শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেনের কাছে সিলিন্ডার ফেটে আহত হয়েছেন একজন টেম্পো চালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেনের বাইরেই তীব্র শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, বোটানিক্যাল গার্ডেনের কাছে (টিউলিপ গার্ডেন সংলগ্ন), একটি টেম্পোতে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। আহত অবস্থায় টেম্পোর চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীনগর পুলিশ জানিয়েছে, প্রাথমিভাবে মনে হচ্ছে অসাবধানবশত বিস্ফোরণ হয়েছে। টেম্পোর চালক আমজাদ আলি গুরুতর আহত হয়েছেন। তাঁর গাড়িটি নিরীক্ষণ করেছে ফরেনসিক টিম।