মাদ্রিদ, ৬ এপ্রিল (হি.স.) : বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি তেরো বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। গত বছর ম্যাঞ্চেস্টার সিটিকে ফাইনালে হারিয়ে চেলসি দ্বিতীয় বারের জন্য ইউরোপ সেরা হয়েছিল। কিন্তু এ বছর টমাস টুচেলের টিমের পারফরম্যান্স খুব ভাল নয়। রবিবারই তারা ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ গোলে হেরে গেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ হল অন্য প্রতিযোগিতা। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তাই চেলসিকে উড়িয়ে দেওয়া যাবে না।
উল্টো দিকে কার্লোস আনসোলত্তির রিয়াল মাদ্রিদ একদম গুছিয়ে আসছে চেলসি। তাদের ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জামা রয়েছেন স্বপ্নের ফর্মে। রবিবার লা লিগায় তারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে সেল্টা ভিগোকে। দুটি গোলই করেছেন করিম বেঞ্জামা। তাঁর পাশাপাশি পুরো রিয়াল টিমই বেশ ভাল ফর্মে। তবে প্রাক্তন চেলসি ফরোয়ার্ড বেলজিয়াম এডেন হ্যাজার্ডকে পাওয়া যাবে না ইনজুরির জন্য। স্প্যানিশ মিডফিল্ডার ইস্কো এবং ক্রোয়েশিয়ার লুকা জোভিচকে পাওয়া নিয়ে সংশয় আছে। তবে তাদের দলে কোনও সাসপেনশন সমস্যা নেই। গোলে থিওবা কুর্তোয়ার সঙ্গে চার ডিফেন্ডার হিসেবে থাকবেন ড্যানি কার্বাজাল,এডার মিলিতাও, ডেভিড আলবা এবং ফেরল্যান্ড মেন্ডি। মাঝ মাঠে অধিনায়ক লুকা মর্দিচ,কাসেমিরো, টনি ক্রূস এবং ঋদরিগো গোয়েস। ফরোয়ার্ডে করিম বেঞ্জামা এবং ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল কোচ আনসোলত্তির আশা, প্রিকোয়ার্টার ফাইনালে তাঁরা যেমন লিওনেল মেসির প্যারিস সাঁ জাঁমাকে হারিয়ে দিয়েছিলেন তেমনই কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারিয়েই দেবেন।