Amit Shah: বিজেপির ৪২ বছর দেশের সেবা, প্রগতি ও রাষ্ট্রীয় পুনর্গঠনের যাত্রা ছিল : অমিত শাহ

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বিজেপির ৪২ বছরের সফর দেশের সেবা, দেশের প্রগতি ও রাষ্ট্রীয় পুনর্গঠনের যাত্রা ছিল। বুধবার বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বুধবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “বিজেপিকে বটবৃক্ষে উন্নীত করা সমস্ত মহাপুরুষদের দলের ৪২ তম প্রতিষ্ঠা শ্রদ্ধা নিবেদন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বে সেবার মনোভাব নিয়ে নিরন্তর দেশের কল্যাণ করছে বিজেপি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি।”

অপর একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ৭ দশক ধরে বঞ্চিত দেশের কোটি কোটি দরিদ্র, কৃষক, হতদরিদ্র এবং মহিলাদের আশা-আকাঙ্খা পূরণের মাধ্যম হয়ে উঠেছে বিজেপি। টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, “২০১৪ সালের আগে দু’বেলার জন্য রুটিও দরিদ্রদের কাছে বড় সংগ্রাম ছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর, বিজেপি সরকার বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, শৌচাগাগার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্বাস্থ্য বীমা প্রদানের পাশাপাশি বিনামূল্যে রেশন দিয়ে দরিদ্রদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন দেওয়ার জন্য কাজ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *