Sushant Chowdhury : সামাজিক দায়বদ্ধতা পুরণে রক্তদানের বিকল্প নেই : ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল (হি. স.) : সামাজিক দায়বদ্ধতা পূরণে রক্তদানের বিকল্প নেই। রক্তদানের মাধ্যমে আমরা দেশ ও মানবিকতার কল্যাণে এগিয়ে আসতে পারি। আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী অডিটোরিয়ামে এন এস এস কর্তৃক আয়োজিত মেগা রক্তদান শিবির এবং অ্যান্টি ড্রাগ কর্মশালার উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য রক্তদান শিবিরে এদিন ৭৭ জন রক্তদান করেন।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, নবপ্রজন্মকে নিজের ভবিষ্যত গড়ার পাশাপাশি একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। 

তাঁর কথায়, কৃত্রিম উপায়ে রক্ত উৎপাদন করা সম্ভব নয়। এজন্য রক্ত গ্রহীতাদের সম্পূর্ণভাবে দান করা রক্তের উপরই নির্ভরশীল হতে হয়। তাই ক্রীড়ামন্ত্রী অডিটোরিয়ামে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কাছে সুযোগ মতো রক্তদান করার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজ্যের এন এস এস ইউনিট রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। তাই ক্রীড়ামন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, বর্তমান যুব সমাজকে যেকোন ধরণের ড্রাগের নেশা থেকে দূরে থাকতে হবে। কারণ এর ফলে নিজের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশও বিনষ্ট হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান রাজ্য সরকার যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে যে সকল পদক্ষেপগুলি গ্রহণ করছে তাতে তারা সর্বোতভাবে অংশীদার হবে। কারণ সরকারের একার পক্ষে ড্রাগ মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। এক্ষেত্রে রাজ্যের আপামর জনগণকে এগিয়ে আসতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *