ফের উত্তাল হল সংসদ। মঙ্গলবার সংসদের উভয়কক্ষে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তুমুল হইচইয়ের কারণে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা হয়। রাজ্যসভায় এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ছাড়াও ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের সাংসদরা।
উভয় ইস্যুতে আলোচনার দাবি জানাতে থাকেন বিরোধী সাংসদরা। কিন্তু, তাতে সাড়া দেননি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভার বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রতিদিনই পেট্রোল, ডিজেল, এলপিজি, পিএনজি ও ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছেন বিরোধীরা। তিনি বলেছেন, মূল্যবৃদ্ধি সত্ত্বেও আলোচনায় রাজি হচ্ছে না সরকার। নাইডুকে এদিন খাড়গে বলেছেন, আপনি যদি আমাদের সুযোগ না দেন, তাহলে কোথায় কথা বলব? নাইডু জানান, এই সংক্রান্ত বিষয়ে এপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের উপর আলোচনার সময় সদস্যরা উত্থাপন করেছিলেন।