Dead Body : কাছাড়ের কালাই বুরুঙ্গায় রেলওয়ে ট্র্যাকের পাশে উদ্ধার যুবকের মৃতদেহ

শিলচর (অসম), ৩ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কালাই বুরুঙ্গায় রেলওয়ে ট্র্যাকের পাশে রহস্যজনকভাবে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত যুবককে বছর ২৭-এর রাজেন দাস বলে শনাক্ত করা হয়েছে। রাজেন দাসের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার ভোরের দিকে কতিপয় পথচারী স্থানীয় বাসিন্দা রাজেন দাসের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ইত্যবসরে খবরটি চাউর হলে বহু মানুষের ভিড় জমে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলপুলিশের পাশাপাশি সাধারণ পুলিশের দল হাজির হন।

রাজেনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ এদিকে রাজেনক খুন করে রেলওয়ে ট্র্যাকের পাশে ফেলে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলেছেন। তাঁরা ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেছেন৷