কলকাতা,৩ এপ্রিল (হি. স.): উতপ্ত দুর্গাপুর । ১৪ ঘণ্টা ধরে ৫ হাসপাতাল ঘুরেও চিকিৎসা পেলো না রোগী । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগিয়ে ”স্বাস্থ্যসাথীর কার্ডটা তাবিজ করে লোক রেখে দিচ্ছে, কাজে লাগছে না” মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।
এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী আরও বলেন, ”স্বাস্থ্যসাথীর কার্ডটা তাবিজ করে লোক রেখে দিচ্ছে, কাজে লাগছে না” ।
প্রসঙ্গত,সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, অথচ ১৪ ঘণ্টা ধরে পাঁচটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। মৃতদেহ নিয়ে পথ অবরোধ ।
গতকাল দুপুর একটা নাগাদ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হন ৬০ বছরের নির্মল মণ্ডল । অভিযোগ, এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমানের অনাময়, কাঁকসার গৌরীদেবী হাসপাতাল ও দুর্গাপুরের সনকা হাসপাতাল ঘুরেও সঙ্কটজনক ওই ব্যক্তিকে ভর্তি করা যায়নি । রাত তিনটে নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির ।

