Section 144 : স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের, ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

ইসলামাবাদ, ৩ এপ্রিল (হি.স.): বড়সড় চ্যালেঞ্জের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটের মুখোমুখী পাক প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি, অন্তত ১৭৫টি ভোট তাদের পক্ষে পড়বেই, যা ম্যাজিক সংখ্যা (১৭২)-এর চেয়ে বেশি। ফলে গদি ছাড়তে হতে পারে তাঁকে। পরিস্থিতি বদলাতে শেষ মুহূর্তে চেষ্টা চালিয়েছেন ইমরান।

এদিকে, ইমরান খানের বিরুদ্ধে আস্থাভোটের আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে অপসারণের জন্য একটি প্রস্তাব আনল বিরোধীরা। অন্যদিকে, আস্থা ভোটের আগে পঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করলেন ইমরান খান। আস্থা ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা। স্থানীয় জেলা প্রশাসনের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *