হাওড়া, ৩ এপ্রিল (হি.স.): লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করল হাওড়া সদর তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সুজয় চক্রবর্তী, শ্যামল মোল্লা-সহ তৃণমূলের জেলা সদরের নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অরূপ বাবু বলেন, “সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করবে দেশ থেকে।”
তিনি আরও বলেছেন, “শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ বালিগঞ্জ-আসানসোল উপ-নির্বাচনে প্রভাব ফেলবে। দিনের পর দিন পেট্রোল, ডিজেল ও গ্যাস এমনকি ওষুধও মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে।” প্রসঙ্গত, তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে হাজারখানেক তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরাও।

