নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার লিগেল সার্ভিস অথোরিটির উদ্দ্যোগে রবিবার শান্তিরবাজার মহকুমার বগাফা আশ্রম সুকল মাঠে আইনি সচেতনতা সম্পর্কে এক বিশেষ শিবিরের আয়োজন করাহয়৷ আজকের এই শিবিরের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করলেন ত্রিপুরাস্টেট লিগেল সার্ভিস অথোরিটির সেক্রেটারির মেম্বার সঞ্জয় ভট্টাচার্যি৷ উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার ডিস্ট্রক এবং সেশান জার্জ আশুতোষ পান্ডে, লিগেল সার্ভিস কমিটির বিলোনিয়া মহকুমার মেম্বার মিত্রা দাস, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা৷
আজকের এই আইনি পরিষেবা সম্পর্কে জনগনকে বক্তব্যের মধ্যদিয়ে স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য৷ মহকুমা শাসক উনার বক্তব্যর মধ্যদিয়ে কারা কারা বিনামূল্যে আইনি পরিষেবা পেতেপারেন এবং তারজন্য কি কি করনীয় প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য তুলে ধরলেন৷ আজকের এই আইনি সচেতনতা শিবিরকে কেন্দ্রকরে বিভিন্ন সরকারি দপ্তরথেকে স্টল দেওয়াহয়৷ এরমধ্যে বগাফা কৃষিদপ্তরের দেওয়া ষ্টল সকলের নজর কেরেনিয়েছে৷ কৃষিদপ্তর শুধুমাত্র স্টল দিয়ে বসেথাকেননি৷ দপ্তরের তত্ববধায়ক সুজিত কুমার দাসের উপস্থিতিতে শিবিরে আগত লোকজনদের আর্থিকদিকদিয়ে সাবলম্বী হিসাবেগড়ে তোলার প্রয়াস চালিয়েগেছে৷ আজকের এই শিবিরে আগত লোকজনদের মধ্যে কৃষি দপ্তরের উদ্দ্যোগে বিনামূল্যে মাশরুমের বীজ বিতরন করাহয়৷ এতেকরে অনুষ্ঠান চলাকালিন সময়ে কৃষিদপ্তরের স্টলে ব্যাপকহারে লোকসমাগম ঘটে৷ কৃষি দপ্তরের এইধরনের উদ্দ্যোগ নেওয়ায় সকলে সাধুবাদ জানিয়েছেন৷ সকলে আশাবাদী কৃষি দপ্তেরর দেওয়া এই মাশরুম চাষকরে সকলে আর্থিকদিকদিয়ে সাবলম্বী হয়ে উঠবে৷ অনুষ্ঠানে অপর স্টলের মধ্যে রয়েছে মহকুমা শাসকের কার্যালয় থেকেদেওয়া ষ্টল৷ যারমধ্যে লোকজনের পি আর টি সি, ম্যারেজ সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ন কাগজ করারজন্য ভির জমায়৷