ট্রেন : নাসিকের কাছে লাইনচ্যুত এলটিটি-জয়নগর ট্রেনের ১০টি বগি, বিঘ্নিত ট্রেন পরিষেবা

নাসিক, ৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের নাসিকের কাছে লাইনচ্যুত হয়ে গেল বিহারগামী লোকমান্য তিলক টার্মিনাস-জয়নগর অন্ত্যোদয় এক্সপ্রেস। রবিবার বিকেল ৩.১০ মিনিট নাগাদ নাসিকের কাছে লাহাভিট ও ডেভলালির কাছে, ডাউন লাইনে লাইনচ্যুত হয়ে যায় ১১০৬১ লোকমান্য তিলক টার্মিনাস-জয়নগর অন্ত্যোদয় এক্সপ্রেস। এই ট্রেন দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সেন্ট্রাল রেলের সিপিআরও জানিয়েছেন, দুর্ঘটনার পরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় রিলিফ ট্রেন ও মেডিকেল ভ্যান। বিহারগামী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটান তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *