প্রায় এক বছর পর প্রকাশ্যে মিঠুন, অগ্নিমিত্রা পলের জন্য ভোট চাইলেন মহাগুরু

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): প্রায় এক বছর পর ফের প্রকাশ্যে এলেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী। এবার মিঠুন একটি ভিডিও বার্তায় আহ্বান জানালেন, আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ভোট দিয়ে জয়ী করুন। মিঠুন বলেছেন, “তিনি (অগ্নিমিত্রা পল) একজন প্রশংসিত ডিজাইনার এবং একটি ভাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তিনি লুট করবেন না। তিনি উন্নয়নের জন্য কাজ করতে চান। ভয় পাবেন না, বাইরে যান এবং ভোট দিন।”

আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও আসতে পারছেন না তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিও বার্তা পাঠিয়েছেন মহাগুরু। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে ভোট চাইলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে বিজেপি জিতলেও দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে। বাবুলের সাংসদ পদ ছেড়ে দেওয়াতেই আসানসোলে উপনির্বাচন। গেরুয়া জামা পরিহিত মিঠুন চোখে কালো চশমা পরে বলেছেন, ফ্যাশন নয়, সদ্য ছানি অপারেশন হওয়ায় তাঁকে চশমা পরে থাকতে হচ্ছে। সেই সঙ্গে জানিয়েছেন, সম্প্রতি তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে। তারও অস্ত্রোপচার করতে হবে। এই পরিস্থিতির কারণেই তিনি ভিডিও-র মাধ্যমে অগ্নিমিত্রার হয়ে ভোট চাইছেন। মিঠুন বলেছেন, ‘‘অগ্নি ভাল ঘর থেকে এসেছে। তাঁর কোনও অর্থের প্রয়োজন নেই। মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *