নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): সস্ত্রীক তুর্কমেনিস্তান এবং নেদারল্যান্ডস সফরে রওনা হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথম পর্যায়ে শনিবার থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত তুর্কমেনিস্তান সফর করবেন রাষ্ট্রপতি। এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রপতি সে দেশে গেলেন। রাষ্ট্রপতি যাবেন নেদারল্যান্ডসেও। ১৯৮৮ সালে রাষ্ট্রপতি ভেঙ্কটারমনের সফরের ৩৪ বছর পর নেদারল্যান্ডে যাচ্ছেন ভারতের আরও একজন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১ এপ্রিল থেকে এক সপ্তাহ ধরে তুর্কমেনিস্তান এবং নেদারল্যান্ডস সফরে থাকবেন। এই সফরে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য আলোচনা করবেন তিনি। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণে ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত চার দিনের সফরে তুর্কমেনিস্তান থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। স্বাধীন তুর্কমেনিস্তানে এটাই হতে চলেছে কোনও ভারতীয় রাষ্ট্রপতির প্রথম সফর। সেরদার বের্দিমুহামেদভ নতুন তুর্কমেন প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন। তার ঠিক পর পরই কোবিন্দের তুর্কমেনিস্তান সফর স্বাভাবিকভাবেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
এদিকে তুর্কমেনিস্তান সফরের পর রাজা উইলিয়ম আলেকজ়ান্ডার এবং রানি ম্যাক্সিমার আমন্ত্রণে ৪-৭ এপ্রিল পর্যন্ত নেদারল্যান্ডস সফরে যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নেদারল্যান্ডস সফরের সময় রাষ্ট্রপতি কোবিন্দ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠকে বসবেন। উল্লেখ্য, ভারত – নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে দুই দেশ।