শিমলা, ৩১ মার্চ (হি.স.) : কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা বৃহস্পতিবার সিমলায় দলের হিমাচল প্রদেশ শাখার আয়োজিত জ্বালানি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেবেন। এর আগে আজ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদরা জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে দিল্লির বিজয় চকে বিক্ষোভ দেখান। দলের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক সিংভি, কেসি ভেনুগোপাল, শক্তি সিং গোহিল এবং অন্যান্যরাও বিক্ষোভে অংশ নেন।
মূল্যস্ফীতি এবং জ্বালানি মূল্য বৃদ্ধির ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার জন্য, কংগ্রেস মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটি দেশব্যাপী কর্মসূচি ‘মেহনগাই মুক্ত ভারত অভিযান’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পেট্রোল এবং ডিজেলের হার প্রতি লিটার প্রতি আরও ৮০ পয়সা বৃদ্ধির সঙ্গে জ্বালানির দাম অব্যাহত রয়েছে। গত দশদিনের মধ্যে নয়টি সংশোধনে প্রতি লিটারে প্রায় ৬.৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।