আগরতলা, ৩১ মার্চ : জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বৃহস্পতিবার আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন।
এদিন আন্দোলন চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র নেতা জানান, বর্তমান সরকার পূর্বতন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাতিল করে নতুন শিক্ষা নীতি কার্যকর করেছে তা ছাত্র স্বার্থবিরোধী। এই শিক্ষানীতি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করে ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট শিক্ষা নীতি কার্যকর করার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।
এই শিক্ষা নীতি কার্যকর থাকলে শিক্ষার মূল বিষয় ভূলুণ্ঠিত হবে বলেও তিনি অভিযোগ করেছেন। উল্লেখ্য, জাতীয় শিক্ষানতি বাতিলের দাবিতে আগামী পাঁচ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনা সংগঠিত করবে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। দিল্লিতে ধরনা আন্দোলনে রাজ্য থেকেও সংগঠনের প্রতিনিধিরা সামিল হবেন বলে ওই ছাত্র নেতা জানিয়েছেন। যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি বাতিল না করবে ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।