Exam Result : বিহার বোর্ডের দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, ৭৯.৮৮ শতাংশ পাস

পটনা, ৩১ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (বিএসইবি) দশম শ্রেণির বোর্ডের ফলাফল ঘোষণা করেছে। এবছর পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৬,১১,০৯৯ শিক্ষার্থীর মধ্যে ১২,৮৬,৯৭১ শিক্ষার্থী পাস করেছে। পাশের হার ৭৯.৮৮ শতাংশ।


বিহার বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর জানান,”ঔরঙ্গাবাদের প্যাটেল হাই স্কুল দাউদনগরের রামায়ণী রায় ৫০০ নম্বরে ৪৮৭ পেয়ে প্রথম হয়েছে। সানিয়া কুমারী এবং বিবেক কুমার ঠাকুর ৪৮৬ নম্বর নিয়ে দ্বিতীয় এবং প্রজ্ঞা কুমার ৪৮৫ নম্বর নিয়ে তৃতীয় হয়েছে।রাজ্যে ৪,২৪,৫৮৭ জন ছাত্র প্রথম বিভাগে এবং ৫,১০,৪১১ জন ছাত্র দ্বিতীয় বিভাগে পাস করেছে৷ ৩ লাখ ৪৭ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী তৃতীয় বিভাগে পাস করেছে বলে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *