Thief : তেলিয়ামুড়ায় পৃথক স্থানে তিন চোর ধৃত

তেলিয়ামুড়া, ৩০ মার্চ : তেলিয়ামুড়া থানাধীন তিনটি পৃথক পৃথক স্থান থেকে তিন সন্দেহভাজন চোরকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়ার ফল বাজার এলাকায় সন্দেহভাজন এক চোরকে ব্যবসায়ীরা আটক করে গণধোলাই দেন। তাতে ওই যুবক আহত হন। তাকে আটকে রেখে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক যুবকের নাম বিল্লাল মিয়া বলে পুলিশ জানিয়েছে। 


এছাড়া টমটমের ব্যাটারি সহ আরো একজনকে আটক করা হয়েছে। ব্যাটারি সহ হাতেনাতে আটক করে ওই চোরকে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। গণ ধোলাইয়ে সে আহত হয়। তাকে আটকে রেখে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর পাঠানো হয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


এদিকে খাসিয়া মঙ্গল এলাকায় আরও এক চোরকে আটক করা হয়। আটক চোরের নাম গুড্ডু দেববর্মা। সে বেশ কিছু চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে ‌। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে উত্তম-মধ্যম দেন এবং পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তিনটি ক্ষেত্রেই পৃথক পৃথক মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। 


প্রাথমিক তদন্তে জানা গেছে আটক তিন জনই পূর্বে চুরির ঘটনায় জড়িত রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিভিন্ন তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকায় গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তাতে ব্যবসায়ীসহ সাধারন মানুষ নিরাপত্তা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।