শ্রীনগর, ৩০ মার্চ (হি.স.): দ্রুত পারদ চড়ছে জম্মু-কাশ্মীরে, গরম বাড়ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা জম্মু-কাশ্মীর ও লাদাখের আকাশ মূলত পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। শীত বিদায় নিতেই জম্মু-কাশ্মীরের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রার পারদ হিমাঙ্কের ঊর্ধ্বে।
বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি, পহেলগামে ২.৯ ডিগ্রি, গুলমার্গে ডিগ্রি, জম্মুতে ১৮.০ ডিগ্রি। লাদাখেও চড়ছে তাপমাত্রার পারদ। লাদাখের দ্রাসে তাপমাত্রা বেড়ে এদিন মাইনাস ৩.৬ ডিগ্রিতে পৌঁছেছে, লেহ-তে ২.২ ডিগ্রি ও কার্গিলে ০.৬ ডিগ্রি। দিনে ও রাতে এখন তাপমাত্রা বাড়ছে জম্মু-কাশ্মীর ও লাদাখে।