নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গেল ভারত। ভারতে ১২-১৪ বছর বয়সী দেড় কোটিরও বেশি তরুণ-তরুণী কোভিড-টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। মাত্র অল্প দিনের মধ্যেই এই মাইলফলকে পৌঁছে গেল ভারত। এই মাইলফলকে পৌঁছনোর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, কোভিডকে হারাতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানকে শক্তিশালী করছে তরুণ ভারত।
মঙ্গলবার দুপুরে একটি টুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, করোনা হারবে, দেশ জিতবে। ১২-১৪ বছর বয়সী দেড় কোটিরও বেশি তরুণ-তরুণী কোভিড-টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। কোভিডকে হারাতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানকে শক্তিশালী করছে তরুণ ভারত! উল্লেখ্য, গত ১৬ মার্চ থেকে দেশে শুরু হয় ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে শুরু হয় ২১ মার্চ থেকে।

