নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ এয়ারপোর্ট থানা এলাকার নন্দীগ্রামের সাহাপাড়া এবং উদয়পুরের চন্দ্রপুর এলাকায় সন্দেহভাজন দুই চোরকে আটক করা হয়েছে৷ আটক করে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানা এলাকার নন্দীগ্রামের সাহারয় সোমবার মধ্যরাত নাগাদ অপরিচিত এক ব্যক্তি ঘোরাফেরা করতে থাকে৷ ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসে৷ তখন ঐ অপরিচিত ওই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে স্থানীয় মানুষজন আটক করেন৷ আটক করে তার কাছ থেকে বোমা জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়৷ তাতে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক আরো চরম আকার ধারণ করে৷ তাকে আটকে রেখে এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়৷
ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পায় বোমা সন্দেহে যেসব সামগ্রী উদ্ধার করা হয়েছে আসলে সেগুলো উপমা নয়৷ আটক ব্যক্তিকে পুলিশ সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ওই এলাকায় চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল৷
এদিকে উদয়পুরের চন্দ্রপুর এলাকায় চোর সন্দেহে মঙ্গলবার সকালে এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা৷ তাকে আটক করে কিছু উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রাখা হয়৷ তাকে বেঁধে রেখে খবর পাঠানো হয় রাধা কিশোর পুর থানায়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷সেখান থেকে ওই সন্দেহভাজন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷
জানা গেছে আটক যুবক বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ ফলে জননিরাপত্তা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

